এমটিএসসি ডিজিটাল এডুকেশন শিক্ষাক্রম প্রর্বতন প্রসঙ্গে।

তাং- ০৫ এপ্রিল ২০২০ইং

নোটিশ নং: ০২
বরাবর
অধ্যক্ষ
মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (সকল)

বিষয়ঃ এমটিএসসি ডিজিটাল এডুকেশন শিক্ষাক্রম প্রর্বতন প্রসঙ্গে।

১)     প্রিয় সহকর্মীবৃন্দ  আসসালামু ওলাইকুম। করোনা ভাইরাসের কারনে আমরা প্রায়ই নিজ নিজ বাসায় অলস সময় অতিবাহিত করছি। ছাত্র-ছাত্রীদের অলস সময়কে তাদের শিক্ষাক্রম অব্যাহত রাখার লক্ষে সরকার সংসদ টিভি’র মাধ্যমে ডিজিটাল শিক্ষাক্রম শুরু করেছেন।

২)     এই শিক্ষাক্রমকে প্রতিটি ছাত্র-ছাত্রীর ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে পৌছে দেওয়ার লক্ষে আমাদের নিজস্ব ওয়েবসাইটের www.muktijoddhatsc.edu.bd দ্বারা শিক্ষাক্রম অব্যাহত রাখার ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যা ৩ এপ্রিল ২০ইং তারিখে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে (খবরটি দেখতে ক্লিক করুন Live Program (BTV)

৩)     প্রিয় অধ্যক্ষবৃন্দ আপনার সাবডোমেইন থেকে আপনার স্বাক্ষরিত সকল শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী, সম্মানীত অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসির নিকট এই শিক্ষাক্রম দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। আপনি আপনার মোবাইল দ্বারা ম্যাসেজ প্রদানের মাধ্যমে সকলকে সবিনয় অনুরোধ জানাবেন।

 

ধন্যবাদান্তে

বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল মান্নান সরকার
নির্বাহী পরিচালক
মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
প্রতিষ্ঠাতা পরিচালক (যুগ্ম সচিব), নেকটার, শিক্ষা মন্ত্রণালয়, বগুড়া
মোবাইল নং- ০১৭৩১-৯৮২৫২৬

This Website is Planned by Bir Muktijoddha Prof.Md.Abdul Mannan Sarker
(Executive Director, MTSC)
Design & Developed BY ALL IT BD
error: Content is protected !!