নির্বাহী পরিচালক

আমরা বীরমুক্তিযোদ্ধাগণ স্বাধীন বাংলাদেশের অতন্ত্রপ্রহরী এদেশের সূর্যসন্তান

আগামীতে মানুষ ভুলে যাবে এই সব সূর্য সন্তানদের, ভুলে যাবে তাদের অতীত, ভুলে যাবে দেশ স্বাধীন করতে শরীরের শেষ রক্তবিন্দু দান করা এই যোদ্ধাদের কথা, ভুলে যাবে তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পতাকার কথা। আমারা মুক্তিযোদ্ধাগণ বেঁচে থাকতে চাই এদেশের কোটি কোটি মানুষের অন্তরে। যতোদিন বাংলার পতাকা এদেশের আকাশে উড়বে ততোদিন যেন আমরা বীর মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে পারি বাংলার আকাশে বাতাসে। মুক্তিযোদ্ধাদের ইতিহাস অনেক বই কিংবা সেলুলয়েড এ পাওয়া যাবে কিন্তু যে জাতি বীর মুক্তিযোদ্ধাদের চিনবেনা-জানবেনা সে জাতি কিভাবে বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে ধারন করবে?

সেই বীর মুক্তিযোদ্ধাদের চির স্মরণীয় করে রাখতে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমারা বীর মুক্তিযোদ্ধাগণ আবারও ঝাঁপিয়ে পরেছি একটি নতুন যুদ্ধে, দেশের ভবিষৎ প্রজন্মকে স্ব-নির্ভরশীল শিক্ষায় গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নিজ হাতে প্রতিষ্ঠা করেছি বগুড়া জেলার ১২টি উপজেলায় ১২টি “মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ।” এখন সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় অত্র প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তার লাভ করছে। এই সব বিদ্যালয়গুলোতে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একদল দক্ষ অধ্যক্ষ। যারা যুদ্ধ করবে অশিক্ষা, অনৈতিকতা, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে। আমি অধ্যক্ষদের ভেতর দেখতে পাই এদেশের ভবিষ্যৎ।

আরও এই সমস্ত প্রতিষ্ঠানে রয়েছে অধিক যোগ্যতা সম্পন্ন শিক্ষক মন্ডলী যাদেরকে “মুক্তিযোদ্ধা টিচার্স ট্রেনিং এ্যান্ড রিসার্স একাডেমী (মিত্র)” এর মাধ্যমে অত্যন্ত সুদক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তোলা হচ্ছে। যাদের হাত ধরে এগিয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্মের কান্ডারী আর তাদের মাঝেই বেঁচে থাকবে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের প্রতিষ্ঠান “মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ।” তাই সকল অভিভাবকদের কাছে আহ্বান এই যে, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও সেই বীর মুক্তিযোদ্ধাদের চিরস্মরনীয় করতে এগিয়ে আসুন এবং আপনার সন্তানকে তুলে দিন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলীর হাতে। আপনার সন্তান গড়ে উঠবে পরম মমতায় এবং এরাই হবে আগামীর নতুন সম্ভাবনা ও আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। এদের মাঝেই বেঁচে থাকবে মুক্তিযোদ্ধা নামক এদেশের বীর সৈনিকরা।

বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল মান্নান সরকার
নির্বাহী পরিচালক
মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
প্রতিষ্ঠাতা পরিচালক (যুগ্ম সচিব), নেকটার, শিক্ষা মন্ত্রণালয়, বগুড়া।
মোবাইল নং- ০১৭৩১-৯৮২৫২৬

 


 


 

 

 

This Website is Planned by Bir Muktijoddha Prof.Md.Abdul Mannan Sarker
(Executive Director, MTSC)
Design & Developed BY ALL IT BD
error: Content is protected !!