বিগত ১৫ জুলাই ২০১৯ইং, রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় আমি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল মান্নান সরকার, নির্বাহী পরিচালক, (১) মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, (২) মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (৩) মুক্তিযোদ্ধা শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এবং (৪) মুক্তিযোদ্ধা স্কয়ার প্রকল্পের উপর একটি নাতিদীর্ঘ ছাপানো অভিনন্দন পত্র মাননীয় প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাগণের অভিভাবক কালজয়ী বাংলার অবিসংবাদিত পুরুষ জাতির পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান এর আপোষহীন সাহসী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতে তাঁর বাস ভবন (বঙ্গভবন) এ অভিনন্দন পত্রটি হস্তান্তর করি। ঐ সময় মন্ত্রী পরিষদের কিছু সিনিয়র মন্ত্রীবর্গ এবং সরকারী ও সামরিক সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং আমার সাথে ছিলেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ এর কয়েকজন সভাপতি। ঐ সাক্ষাতের সময় আমরা মাননীয় প্রধান মন্ত্রীকে আবহত করি যে ২০০৯ সাল হতেই আমরা জাতীয় ধ্বনি হিসেব জয়বাংলা জয় বঙ্গবন্ধু ব্যবহার করে আসছি। পরবর্তীতে জাতির জনকের সুযোগ্য কন্যার অনুভুতির সাথে একাত্বতা জানিয়ে দেশের সর্বোচ্চ আদালত জাতিয় ধ্বনি হিসেবে জয় বাংলার স্বীকৃতী দেয়। আমরা বগুড়ার মুক্তিযোদ্ধারা সবাই কৃতজ্ঞ। তাঁর অকুন্ঠ আশ্বাস পেয়ে আমাদের এই অভিযাত্রা বেগবান হয়েছে। অভিনন্দন পত্রটি পাঠকবৃন্দের সদয় পঠনের জন্য নিম্নে সংযুক্ত করা হল।