মাননীয় মন্ত্রী- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক (এমপি) বিগত ২১ জানুয়ারি ২০১৮ ইং সকাল ১০ ঘটিকায় বগুড়ার শহীদ টিটু মিলানায়তনে বগুড়া জেলার সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে একযোগে বগুড়া জেলার ১২ টি উপজেলার প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। সভায় অভিনন্দন পত্র পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল মান্নান সরকার, বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, বহু ভাষী সাঁটলিপির উদ্ভাবক এবং শিক্ষা মন্ত্রনালয়ের অধিনে প্রতিষ্ঠিত জাতীয় কম্পিউটার প্রশিক্ষন ও গবেষনা একাডেমী (নেকটার) এর প্রতিষ্ঠাতা পরিচালক (যুগ্ম সচিব)।
নিচে অভিনন্দন পত্র দেয়া হলো।